বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে ২০১২ সালের ৮ জানুয়ারি থেকে স্টেনো টাইপিস্ট হিসেবে কর্মরত মিস্ উম্মে সালমা গত ১ আগস্ট ২০২৫ থেকে দূতাবাসের চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। এমতাবস্থায়, ১ আগস্ট হতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর সাথে মিস্ উম্মে সালমার আর কোনো সংশ্লিষ্টতা নেই মর্মে সকলকে অবগত করা হলো।অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২ জানুয়ারি থেকে শ্রমিক (অনিয়মিত) হিসেবে কর্মরত নূর মোহাম্মদ গত ১ আগস্ট (২০২৫) থেকে দূতাবাসের চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। এমতাবস্থায়, ১ আগস্ট হতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর সাথে নূর মোহাম্মদ এর আর কোনো সংশ্লিষ্টতা নেই মর্মে সকলকে অবগত করা হলো।