গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় জার্মানি গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন সামরিক সরঞ্জামের রপ্তানি বন্ধ করবে বলে শুক্রবার জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস। দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র জার্মানির এ সিদ্ধান্ত দেশটির সরকারের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়।মেৎস বলেছেন, ‘ইসরায়েলের সামরিক পরিকল্পনা কিভাবে হামাসকে নিরস্ত্র করা ও জিম্মিদের মুক্তির বৈধ লক্ষ্য অর্জনে সহায়তা করবে, তা ক্রমশ বোঝা কঠিন হয়ে যাচ্ছে।’এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে জার্মান সরকার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের রপ্তানি অনুমোদন দেবে না।মেৎস আরো বলেন, ‘পরিকল্পিত হামলার মাধ্যমে গাজার বেসামরিক নাগরিকদের জন্য সাহায্য নিশ্চিত করার আরো বড় দায়িত্ব ইসরায়েল সরকারের ওপর রয়েছে।’ তিনি জাতিসংঘের সংস্থা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান পুনর্ব্যক্ত করেন।গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। সেখানে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি পরিসংখ্যানে বলা হয়।বিবৃতিতে মেৎস আরো উল্লেখ করেন, ‘পশ্চিম তীর সংযুক্তির ব্যাপারে আর কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েল সরকারকে আহ্বান জানাচ্ছে জার্মান সরকার।’
এ ক্যাটাগরির আরো নিউজ..