রবিবার গাজা নগরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, আল-কুদস হাসপাতালের কাছে তাঁবু এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পর অগ্নিকাণ্ড ঘটে।রিমাল এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা নগর থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে।রবিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে সেনারা বেসামরিক পাড়ায় এ ধরনের ৮০টিরও বেশি বিস্ফোরক যন্ত্র ব্যবহার করেছে।’ তিনি একে “‘ভূমি পোড়ানো নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি ঘরবাড়ি ধ্বংস করছে এবং মানুষের জীবন বিপন্ন করছে।তিনি আরো বলেন, “গাজা নগরী ও উপত্যকার উত্তরাঞ্চলের এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষ সত্ত্বেও ‘জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের নীতি’ মানতে অস্বীকার করছেন।”