দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাজকুমার জানান, যুবরাজের কঠোর শাসন ও নির্দেশনার কারণেই অভিষেকের খেলা বদলে গেছে। তিনি বলেন, ‘এখনো যখন যুবরাজ মনে করেন যে অভিষেক কোনো ভুল করেছে, সে ফোন করে ওকে বকাঝকা করে।অভিষেকও ওকে একটু ভয় পায়।। রাজকুমারের ভাষায়, যুবরাজের সঙ্গে অভিষেকের সম্পর্কটা ‘কঠোর ভালোবাসা’।যুবরাজের প্রশিক্ষণে আসার পর থেকেই অভিষেকের পারফরম্যান্স নতুন উচ্চতায় ওঠে।গত বছর আন্তর্জাতিক অভিষেকের পর মাত্র ৩০ ম্যাচেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের ঘর পেরিয়েছেন। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে আছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। শুধু চলতি বছরই তার রান ৭৫৬, গড় ৪৭.২৫; একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ-সেঞ্চুরি রয়েছে নামের পাশে।অভিষেকের ব্যাট সুইং উন্নত করতে যুবরাজের পাশাপাশি ব্রায়ান লারার কাছ থেকেও গলফ শেখেন তিনি।এতে তার ব্যাট সুইং আরো পরিষ্কার হয়েছে বলে জানান রাজকুমার।