খবর পেয়ে সেখান থেকে তার বাবা শ্রী উজ্জ্বল পাল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে মৃত প্রান্তপালের বাবা উজ্জ্বল পাল বলেন, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে শ্যামপুর মাতবর বাজার এলাকায় থাকে। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।