ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও, যাকে অনেকে ভালোবেসে ‘মেসিনহো’ বলে ডাকেন, নতুন ক্লাব চেলসির হয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখালেন। শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাত্র ১৮ মিনিটের মাথায় গোল করে চেলসির জার্সিতে স্বপ্নের সূচনা করলেন তিনি। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় চেলসি।
১৮ বছর বয়সি মেসিনহো বাম পায়ের শটে বল জালে জড়ান।