গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রী আতানাসিওস প্লেভরিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান। এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎ বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অভিবাসন-সম্পর্কিত সহযোগিতাকে আরো দৃঢ় করবে বলে প্রত্যাশা রাষ্ট্রদূতের।
সাক্ষাৎকালে উভয় পক্ষ গ্রিসের বর্তমান অভিবাসন নীতিমালা এবং তা গ্রিসে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ওপর প্রভাব নিয়ে গঠনমূলক আলোচনা করেন।রাষ্ট্রদূত সুমনা বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সামাজিক অবদান তুলে ধরেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।মন্ত্রী প্লেভরিস বাংলাদেশি অভিবাসীদের দৃঢ় মনোবল ও কর্মনৈপুণ্যের প্রশংসা করেন এবং তাদের গ্রিসের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে অবদানের স্বীকৃতি দেন। উভয় পক্ষ একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অভিবাসন কাঠামোর অধীনে অভিবাসীদের কল্যাণ নিশ্চিত করার অভিন্ন আগ্রহ প্রকাশ করেন।