রাজধানীর সদরঘাট-গাবতলী বেড়িবাঁধের বাঁশ পট্টি এলাকায় রিকশা গ্যারেজ থেকে চাঁদাবাজির অভিযোগে মিনহাজুল আবেদীন নান্নু (৪৭) ও তার ছেলে আসাদকে (২২) গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোববার রাতে তাদের গ্রেফতার কেরে সেনাবাহিনী। পরে তাদের চকবাজার থানার কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের সময় বাবা-ছেলের কাছ থেকে ১৮ হাজার ৮০৭ টাকা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এ অর্থ চাঁদাবাজির।
অভিযোগকারী মোহাম্মদ আলমগীর জানান, নান্নু দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ এলাকার শতাধিক রিকশা গ্যারেজ ও ভাঙারি দোকান থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি এবং দোকান ভেঙে দেওয়ার ভয় দেখাতেন।
আরেক ভুক্তভোগী মো. জয়নাল জানান, কিছুদিন আগে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। কিন্তু নান্নু সেটি দেখে নিজের দাবি করে জোরপূর্বক নিয়ে যান। পরে তিনি থানায় ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে তার অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত নান্নু সরকারি জায়গা দখল করে গ্যারেজ ও দোকান ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সরকার চাইলে জায়গা ছেড়ে দেব আমি।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা নান্নু ও তার ছেলেকে গ্রেফতার করেছি। ভবিষ্যতেও চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চকবাজার থানার ওসি শেখ আশরাফুজামান বলেন, চাঁদাবাজির অভিযোগের দুজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।