ছাত্রদলের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও যোগ দেবেন বলে জানা গেছে।প্রথমে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থানান্তর করা হয় শাহবাগে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।তা ছাড়া, সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে। শাহবাগের সমাবেশ ঘিরে যাতে জনদুর্ভোগ না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সব ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শো-ডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।