শরীয়তপুরে ছেলে-মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় দুই ভাই ইমামুল হক সরদার ওরফে (এনামুল) ও আজিজুল হক সর্দারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরের কাজিকান্দি এলাকায় গত ৮ ফেব্রুয়ারি ইমামুল হক সরদারের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়।