ঈদের অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে সিয়াম-বুবলীর জংলি। এই সিনেমাটি ঘিরেও দর্শকদের অভিব্যক্তি প্রশংসনীয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন সিয়ামের জংলি দেখে। এবার খোদ ‘বরবাদ’ নির্মাতার মুখেই শোনা গেল জংলির প্রশংসা।বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন, ‘খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। সবাই ভাল করেছে। বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখসি।দীঘিকে, বুবলী আপুকে। অসম্ভব ভাল করেছেন। আমি বিশ্বাস করেছি প্রতিটা চরিত্র। গল্পের সঙ্গে যে জার্নিটা করার কথা ছিল কোথাও ব্যাঘাত ঘটেনি।’