তফসিলে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিসকক্ষে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।এর আগে গতকাল বুধবার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।