কক্সবাজারের টেকনাফে নারী সহযোগীসহ আবুল খায়ের নামের এক ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে তাদের আটক করা হয়। আটকৃত আবুল খায়ের উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার এবং তার নারী সহযোগী কহিনুর আক্তার হোয়াইক্যং এলাকার বাসিন্দা। নৌবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামার পাড়া এলাকায় নৌবাহিনী অভিযান চালায়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্স ধাওয়া করে আটক করে। আবুল খায়ের হত্যা, মাদক, চোরাচালান, অপহরণসহ একাধিক মামলার আসামি। পরে আবুল খায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাগুনা নামক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ কোহিনূরকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, যৌথ অভিযানে আটক ডাকাত আবুল খায়েরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নারী সহযোগীসহ তাকে আইনি প্রক্রিয়ায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।