ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্সের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য আমরা ইতিহাসের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিচ্ছি।’
ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এই স্বীকৃতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন।তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এবং সেখানে বেসামরিক মানুষের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া।শান্তি সম্ভব, কিন্তু তার জন্য রাজনৈতিক সাহস এবং একসাথে কাজ করার মানসিকতা চাই।”ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, “গাজায় এখনই যুদ্ধবিরতি প্রয়োজন, সব জিম্মিকে মুক্ত করতে হবে, গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পাঠাতে হবে। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ, গাজা নিরাপদ করা এবং পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।”তিনি জোর দিয়ে বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র গঠন, তার টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে নিরাপত্তার অংশীদার হওয়াটাই একমাত্র পথ।এর কোনো বিকল্প নেই।”ম্যাক্রোঁ দাবি করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট তার কাছে শান্তিপূর্ণ ও বাস্তবসম্মত অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি লিখিতভাবে তার দৃঢ় অঙ্গীকার জানিয়েছেন।বক্তব্যের শেষাংশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “বিশ্বাস, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা শান্তির পথে এগিয়ে যাব।আমরা শান্তি অর্জন করব।”