মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে শামীম আহমেদের অনুসারী নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।এসময় সাউন্ড বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এসময় শহরের দোকানপাট সব বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বলেন, ‘আগামী ২৩ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন করা হচ্ছে এই সম্মেলন বন্ধের দাবিতে আজ অর্ধদিবস শান্তিপূর্ণ হরতাল পালিত হবে।