বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।এ সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন এবং গণিত বিভাগের ফরহাদ হোসেন আন্দোলনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানের শেষের দিকে উপাচার্য ও অন্যান্য অতিথিরা আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।