যশোরের ঝিকরগাছায় তরুণীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, অভিযোগকারী তরুণীর বাড়ি মনিরামপুর উপজেলায়। ঝিকরগাছার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার একটি বাগানে রোববার বিকালে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।আটক চারজন হলেন পটুয়াপাড়ার ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন, মামুন হোসেন ও আমিনুর রহমান।
ওসি বলেন, ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।