শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে বিএনপি নেতা নুর আহমেদকে আটক করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কৌশলে (বায়ুবিরোধী প্যাকেট ভর্তি) লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।বিজিবির কক্সবাজার সেক্টরের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে তিনি কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।তবে এ বিষয়ে টেকনাফ বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে সকাল ১০ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী নীলদরিয়া নামক একটি মিনি বাস ইমামের ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে আসলে সেখানে কর্তব্যরত বিজিবির সদস্যরা তল্লাশী চালায়। এসময় হাসান আলী নামের আরো এক ব্যক্তির পায়ুপথে লুকানো ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।