ট্রাম্প আরো বলেন, ‘পঁইত্রিশ বছর তারা যুদ্ধ করেছে, আর এখন তারা বন্ধু এবং অনেক দিন ধরে বন্ধু থাকবে।’ আলিয়েভ বলেন, ‘আমরা আজ ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছি। আমরা অনেক বছর হারিয়েছি যুদ্ধ, দখল ও রক্তপাত নিয়ে ব্যস্ত থেকে।’ প্রধানমন্ত্রী পাশিনিয়ান এই চুক্তিকে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেন।হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আজারবাইজান ও তার স্বায়ত্তশাসিত অঞ্চল নাখিচেভানকে সংযুক্ত করতে একটি নতুন পরিবহন করিডোর নির্মাণে সহায়তা করবে। এই রুটটির নামকরণ করা হবে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি’।নাখিচেভান আজারবাইজান থেকে আর্মেনিয়ার ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন। পূর্বে আজারবাইজান এই অঞ্চল পর্যন্ত রেল করিডোরের দাবি জানিয়েছিল, আর আর্মেনিয়া এর নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিল, যা নিয়ে আগে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছিল। উভয় নেতা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমের প্রশংসা করেন।