সোমবার হোয়াইট হাউসের সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে কার্পেন্টারের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘জুনো’ ব্যবহার করা হয়। ভিডিওতে দেখা যায়, ফেডারেল অভিবাসন কর্মকর্তারা মানুষকে তাড়া করে ধরে ফেলছেন। আর আশপাশের পথচারীরা মোবাইলে তা ধারণ করছেন।ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘কখনো এটা চেষ্টা করেছ? বিদায়’ গানের কথার ইঙ্গিত রেখে সাথে বিভিন্ন ইমোজিও ব্যবহার করা হয়।ভিডিওটির পোস্ট দেখেই প্রতিক্রিয়া জানিয়ছেন সাবরিনা। তিনি এক্সে লিখেছেন, ‘এই ভিডিওটি ভয়ংকর ও ঘৃণ্য। আমাকে বা আমার গানকে তোমাদের অমানবিক উদ্দেশ্য সফল করতে ব্যবহার করবে না।জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, ‘সাবরিনা কার্পেন্টারের জন্য আমাদের একটি ছোট্ট বার্তা আছে।