এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। গত সোমবার (১৮ আগস্ট) শেষ দিন থাকলেও তা বাড়িয়ে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) করা হয়। এদিকে গত সোমবার (১৮ আগস্ট) সবার আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।আজ বুধবার শেষ দিনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল।এছাড়া উমামা নেতৃত্বাধীন প্যানেল, আব্দুল কাদের-বাকের নেতৃত্বাধীন প্যানেল, জামালুদ্দিন খালিদ ও মাহিন সরকার নেতৃত্বাধীন প্যানেল, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল শেষ দিনে ঘোষণা করা হবে। এসব প্যানেলের বাইরেও বিপুল শিক্ষার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এর মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারসহ একাধিক প্রার্থী রয়েছেন। ডাকসুর তফসিল অনুযায়ী, গত ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল।এরপর একদিন বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত ফরম সংগ্রহের সময় বাড়ানো হয়। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখও একদিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ২০ হাজার ৮৭১ জন ছাত্র ও ১৮ হাজার ৯০২ জন ছাত্রী।তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে।