২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার ডোরিগা দেশের জার্সি গায়ে ইতিমধ্যে ৯৭টি ম্যাচ খেলেছেন।তিনি পাপুয়া নিউ গিনির হয়ে ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন।বুধবার সকালে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে ডোরিগা অভিযোগের বিষয়ে দোষ স্বীকার করেন। তবে রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে তার শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর ফলে শুনানির দিন পর্যন্ত জার্সি দ্বীপেই তাকে হেফাজতে রাখা হবে।