সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, এ সময় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।