তিনি বলেন, রবিবার সকাল পৌনে ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন সোহেল আহমেদ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহেল কারাগারে হাজতি হিসেবে থাকলেও কোন মামলায় তিনি হাজতি ছিলেন তা প্রাথমিকভাবে জানাতে পারেননি।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।