তামাক পণ্যের কর কাঠামো সংস্কার হলে প্রায় ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। এরমাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা বাড়তি আয় করা সম্ভব।আজ বুধবার রাজধানীতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক সাংবাদিক কর্মশালাতে এসব তথ্য জানানো হয়েছে। কর্মশালায় বলা হয়, দেশের ২৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। ইতিমধ্যে ৯২ শতাংশ শিশুর মধ্যে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে। তাই প্রয়োজন। তাই তামাক পণ্যের কর কাঠামো সংস্কার প্রয়োজন। তা করা গেলে ৪১ লাখ ধূমপায়ী কমানো সম্ভব।