নিহত ওই ব্যক্তির নাম চান মিয়া (৩০), তিনি ওই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা সায়েব আলীর ছেলে।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, সকালে কৃষিকাজে মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চান মিয়া।
মাছ চুরি ও বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করতে পুকুর ঘিরে থাকা জিআই তারে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দেন আব্বাস। চান মিয়া বিষয়টি না জেনে তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।