টরনটোতে তাঁর একটি শোঁ রয়েছে বলে জানিয়েছেন ।মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আলোচনায় থাকছেন এবার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান যে, প্রকৃতি শাস্তি দেয়।মিষ্টি জান্নাত লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে।আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’ এদিকে তার এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে চলেছেন আলোচনা-সমালোচনা। নেটিজেনরা বলছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট করলেন? অনেকে আবার মিষ্টি জান্নাতে প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।তবে তারচেয়েও বেশি আলোচনা চলছে যেসব গাড়ির পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন। বিলাসবহুল এইসব গাড়িগুলো কার এটাই নেটিজেনদের প্রধান প্রশ্ন। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, মিষ্টি জান্নাত এইসব গাড়িতে করে চড়ে এসেছেন, ছবি তুলেছেন। কার গাড়িতে এসেছেন?