ভারতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে (৫০) বেছে নিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।এই ঘোষণা দিল্লি বিজেপির এক্স হ্যান্ডল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।দলের হিন্দি পোস্টের অনুবাদে বলা হয়েছে, ‘দিল্লি বিধানসভায় বিজেপি দলের নেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা পূর্ণ বিশ্বাস রাখি, আপনার নেতৃত্বে রাজ্য উন্নতির পথে এগিয়ে যাবে।বিধায়করা এখন লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনের পথে রয়েছেন, যেখানে রেখা গুপ্তা আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করবেন। তার নেতৃত্বে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় সংঘের ছাত্রসংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি। নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন।