থাকে প্রণয়ের সুখ। অপ্রাপ্তির বেদনাও থাকে। এমন সব ব্যক্তিগত আশা-হতাশার কথা কবিতায় বুনেছেন তায়েব মিল্লাত হোসেন। তার কবিতা থেকেই পাঠ করা যায় : ‘কিংবদন্তির কাছেই আমাদের/ অজানা অধ্যায় ঘাসের লাবণ্য/ সংসার ও সুখ কানামাছি ভূষণ/ ইটের সীমানায় আড়াল সন্তাপ।সদ্য প্রকাশিত ‘দেয়ালের ঢাকায় দোয়েল’ শিরোনামের কবিতাগ্রন্থটি কবির প্রথম বই। বই প্রথম হলেও মিল্লাত কাব্যচর্চা করছেন অন্তত আড়াই দশক ধরে। ফলে তার অগ্রন্থিত কবিতার সংখ্যা অগুনতি। সেসব থেকে বাছাই করা ৩৭টি কবিতা নিয়ে ছাপা-বাঁধাই হয়েছে কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’, যেখানে আছে প্রেম, স্বদেশ, ইতিহাস ও রাজনীতির নানা অনুষঙ্গ।মিল্লাতের কবিতা ব্যক্তিকে ছাপিয়ে সমাজ-দেশ-দুনিয়ার দিকে ধাবিত হয়। তার বই থেকে কিছুটা তুলে ধরা যায় : ‘ওহে পশ্চিম, তোমার পোশাক খুলে দেখো/সেখানে পাবে পুবের দুনিয়ার সেলাই দিদিদের হাতের দাগ,/ সময়ের রক্ত ও প্রতিদিনের ঘাম।’ নিজের প্রথম বই সম্পর্কে কবি বলেন, ‘রচিত কবিতাদের মুক্তির আস্বাদ দিতেই আসলে এই বই প্রকাশ। এটা যদি পাঠকের মন-মগজ গ্রহণ কর নেয় তবেই আসল সার্থকতা।’