দেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়সী যেকোনো ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহা করে। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ধূমপান করে এবং ২০.৬ শতাংশ মানুষ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার করে। অর্থাৎ দেশে ধূমপায়ীর চেয়ে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা বেশি। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে মুখ ও মুখ গহ্বরের ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধি ও অকালমৃত্যু বাড়ছে।গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) গবেষণা থেকে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি)। তাতে বলা হয়েছে, ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের মধ্যে জর্দা, সাদাপাতা ও গুল অন্যতম। তার মধ্যে পানের সঙ্গে সাদাপাতা ও জর্দার ব্যবহার খুবই পুরনো। এ ছাড়া তামাক পাতা পাউডার (গুল) মাড়িতে ব্যবহারের প্রচলনও লক্ষণীয়।জনসাধারণকে তামাকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে এনটিসিসির উদ্যোগে ‘ধোঁয়াবিহীন তামাকের ক্ষতি’ শীর্ষক দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও স্টপ টোব্যাকো বাংলাদেশ-এর মাধ্যমে সামাজিক যোগাযোগ