গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’। এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। দর্শকদের কাছে তার অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গতকাল ‘বরবাদ’ ছবির প্রিমিয়ার ছিল।
এতে উপস্থিত হয়েছিলেন শাকিব খান। কিন্তু আলোচিত অভিনেতা মিশা ছিলেন না। কেননা তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে তার অভিনীত চলচ্চিত্র নিয়ে যখন চলছে তুমুল হৈচৈ, তখন মিশা নিউইয়র্কে।যদিও মিশা বলেওননি তবে একটি মাত্র ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তিনি এখন পরিবারের কাছে। অভিনেতার পরিবার বসবাস করেন মার্কিন মুলুকে। মিশা সওদাগর ছবি পোস্ট করে লিখেছেন, ‘শহরে নতুন অতিথি, শুভ সকাল।’অবশ্য যুক্তরাষ্ট্রেও মিশা অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।তবে সেখানে নিজের অভিনয় করা ছবিটি দেখেছেন কি না জানা যায়নি। এই ছবিতে নতুন মিশাকে দেখে অনেকে চমকে গেছেন! এ প্রসঙ্গে মিশা গণমাধ্যমকে বলেছিলেন, “আমি প্রায় হাজারও সিনেমা করেছি। কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শুধু আমি না, শাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারে আলাদা। ‘বরবাদ’ নির্মিত হয়েছে রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে।” মিশা বলেন, “এত বড় ছবিতে ইনভেস্ট করেছেন প্রযোজক শাহরিন আপু। তিনি এডুকেটেড এবং বিচক্ষণ মানুষ। নিশ্চয়ই তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করে ‘বরবাদ’-এর মতো ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই। একজন শিল্পী হিসেবে বলব, তার মতো বড় মনের প্রযোজক এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো দরকার।”‘বরবাদ’ প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিক্যাল দিক সবচেয়ে উন্নত মানের। এটা একেবারের বাংলাদেশেরই সিনেমা। কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন।’