ধীরে হাটো প্রিয়তমা
পায়ে ব্যথা পাবে,
ফোসকা পড়বে কোমল পায়।
তোমার কোমল পায়ের ব্যথা
সত্যি আমাকে কাঁদায়।
ধীরে হাটো প্রিয়তমা
এতটা ভালবেসেছ,
এতটা প্রেমে রঙিন করেছো
আমি কত সত বার বিগলিত হইছি
অঝোরে ঝরছে আনন্দের উষ্ণ জল
সে সব কথার কিছুই তোমাকে
বলা হয়নি, কত আনন্দ প্রাপ্তি পূর্ণতা।
আজ তোমাকে এগিয়ে দিবো
গড়িয়ে গড়িয়ে হলেও
আমি তোমার পথে যাবো,
তোমায় পৌঁছে দিবো আনন্দে।
যেতে যেতে পথে সবটুকু রাগ
সবটুকু ক্ষোভ, বিরক্ত বেদনা
ফেলে যাও মন থেকে হৃদয় থেকে,
ঝরে যদি একটু অনুরাগ
আমি কুড়িয়ে নিবো।
তুমি নিতে না চাইলেও আমি যাবো
ধীরে হাটো প্রিয়তমা
পায়ে ব্যথা পাবে।
ইমতিয়াজ বুলবুল
এ ক্যাটাগরির আরো নিউজ..