যে গোলের কথা বলেছেন মেসি, তা কিন্তু তার জাদুকরী বাঁ পায়ের নয়। এমনকি ডান পায়েরও নয়। গোলটি হচ্ছে হেডের। পায়ের বিপরীতে হেডে গোল করেছেন ২৮টি।এর মধ্যে ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে গোল করেন মেসি। প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে জাভি হার্নান্দেজের ক্রসে মাটি থেকে বেশ উঁচুতে লাফ দিয়ে ৭০ মিনিটে গোলটি করেছিলেন তিনি। রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে সেদিন ইতো ও তার গোলে ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।অনেকে যখন নিজের প্রিয় গোল হিসেবে ক্যারিয়ারের প্রথম গোলকে বেছে নেন, মেসি তখন সাধারণ এক গোলকেই পছন্দ করলেন।কেননা গোলটি যখন করেছিলেন একেবারে ফাঁকায় ছিলেন মেসি। সতীর্থ জাভির মাপা ক্রস এলে শুধু শূন্যে লাফ দিয়ে মাথাটা ছোঁয়ান তিনি। এখন পর্যন্ত তার করা ৮৬০ গোলের মধ্যে কেউ যদি সবচেয়ে সেরা গোলটি নির্বাচন করতে চায়, নিশ্চিতভাবেই তাকে ধন্দে পড়তে হবে। কেননা ক্যারিয়ারে কত শত নানন্দিক গোল করেছেন তিনি।সে যা-ই হোক, নিজের প্রিয় গোলের বিষয়ে মেসি বলেছেন— ‘আমার ক্যারিয়ারে অনেক গোল আছে, যেগুলো এর থেকে সম্ভবত সুন্দর এবং মূল্যবান।সঙ্গে গুরুত্বের বিষয়টিও ছিল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে করা হেডের গোলটিই আমার কাছে প্রিয়।’