নিজস্ব প্রতিবেদক: সরকারি নিবন্ধন পেল মাল্টিমিডিয়াভিত্তিক নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘ভয়েস অব লিডার্স ডট নিউজ’।
আজ (১০ ডিসেম্বর, বুধবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গণমাধ্যমটির নিবন্ধন প্রদান করা হয়েছে।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত রেজিস্ট্রেশন সনদে নিবন্ধন নিশ্চয়ন করা হয়। বাংলাদেশে ২৫৪ নম্বর অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধনভুক্ত হল ‘ভয়েস অব লিডার্স ডট নিউজ’।
নতুন প্রজন্মের মাল্টিমিডিয়াভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ভয়েস অব লিডার্স নিবন্ধন পাওয়ায় সকল পাঠক, দর্শক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন ভয়েস অব লিডার্সের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ তারেকউজ্জামান খান।
নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভয়েস অব লিডার্স বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরবে। অনলাইনের এই যুগে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।
মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, গণমাধ্যম জগতে ভয়েস অব লিডার্স নিপীড়িত মানুষের মুক্ত কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এ সময় তিনি ভয়েস অব লিডার্সের পাশে থেকে সহযোগিতার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ‘মুক্তকণ্ঠের প্রতিধ্বনি’ স্লোগান নিয়ে ২০২৪ সালের শেষের দিকে ঢাকার উত্তরা থেকে একঝাঁক উদীয়মান সংবাদকর্মী নিয়ে শুরু হয় ভয়েস অব লিডার্স ডট নিউজের যাত্রা। অনলাইনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম নিয়েও সোচ্চার ভয়েস অব লিডার্স। এরই ধারাবাহিকতায় সরকারি নিবন্ধনভুক্ত হল সংবাদমাধ্যমটি।
/জি এম তারেক