নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে হামলা চালানো সোহেল আনসারীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রাজশাহীতে মদ্যপানে দুজনের মৃত্যু, আরেকজনের অবস্থা সংকটাপন্ন পুলিশ জানায়, গ্রেপ্তার-পরবর্তী জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে আসার কথা স্বীকার করেছেন সোহেল। তার নামে টাঙ্গাইল জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..