জিডিতে তিনি উল্লেখ করেন, ‘ভাড়াটিয়া রাহুলের এনআইডি অনুসারে তাঁর ঠিকানা রাজধানীর শাহআলী থানা বিশিল এলাকার ১ নম্বর রোডের ১/সি এর ১০/২০ নং বাসা। তাঁর বাবার নাম মো. হামিদুল হক ও মায়ের নাম জাহানারা বেগম। রাহুল বাসাভাড়া নেওয়ার সময় নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আমার বাসার নিচতলায় এক রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত ১৩ ডিসেম্বর থেকে তিনি এই ফ্ল্যাটে তালা দিয়ে চলে যান।এখন পর্যন্ত ফিরে আসেননি। রাহুলের ব্যবহৃত ফোন নম্বরে (০১৭৪৩৫৮৬৮১১) কল দিলে অন্য কেউ রিসিভ করে এবং বলে, এটা রাহুলের নম্বর না। পূর্বের বকেয়া টাকাসহ এরই মধ্যে প্রায় ৮০ হাজার টাকা বাসাভাড়া বাকি পড়েছে।’ তিনি আরো বলেন, ‘আমার চাওয়া হলো রাহুল যেখানেই থাকুক, সে যেন এসে তার জিনিসপত্র নিয়ে যায়।প্রয়োজনে আমি আমার বাসাভাড়ার বকেয়া টাকা মওকুফ করে দেব।’