এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি ২০২৫ সালের এশিয়া কাপের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে।ভারতের সংবাদমাধ্যম এএনআইকে গাঙ্গুলী বলেন, ‘আমি সময়সূচির সাথে ঠিক আছি।খেলাধুলা চলতেই হবে। পেহেলগামে যা ঘটেছে, তা কখনোই হওয়া উচিত নয়, তবে সেটি খেলাকে বন্ধ করার কারণ হতে পারে না। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া দরকার। এটা অতীতের ঘটনা এখন।খেলাধুলা চালিয়ে যেতে হবে।’রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার বা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারবে না।ঢাকায় অনুষ্ঠিত সাম্প্রতিক এসিসি বৈঠকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সময়সূচি মেনে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। যার ফলে বয়কটের সম্ভাবনা কার্যকরভাবে শেষ হয়ে গেছে।সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিসিসিআইয়ের আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পর থেকে ভারত টুর্নামেন্ট বা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে সরে আসার কথা ভাবছে না।বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘বিসিসিআই এখন থেকে টুর্নামেন্ট বা ম্যাচ থেকে সরে আসতে পারবে না। এসিসি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত আয়োজক দেশ হওয়ায় এই পর্যায়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। অফিশিয়াল পর্যায়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ম্যাচ নির্ধারিত সময়েই হবে।ভারতের মিডিয়া সংস্থাগুলো নিজেদের ক্রিকেট বোর্ড ও সরকারের সমালোচনা করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি তুলেছে। যা চ্যাম্পিয়নস লিগের সময়ও করা হয়েছিল।