ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, ফ্লোরিডায় শিল্পপতি আদনান আসাদের দেওয়া নৈশভোজে মুনির বলেছেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হবো।’পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে মুনিরের ভাষণের কিছু অংশ প্রকাশ করে। সেখানে ‘পরমাণু শক্তিধর’ কথাটা নেই।