চোখে সানগ্লাস, মুখভর্তি দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ। সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত ‘ইনসাফ’ সিনেমায় অন্য এক মোশাররফ করিমের দেখা মিলেছে। এমন ভয়ংকর রূপেই মোশাররফ ধরা দেবেন ‘ইনসাফ’-এ।
রবিবার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়।সে পোস্টারেই মোশাররফ করিমকে এমন ভয়ংকর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’বড় পর্দায় মোশাররফ করিমকে এর আগে জীবনঘনিষ্ঠ বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি তাকে। এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় কাজ করছেন দেশের শক্তিমান এই অভিনেতা।জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।ইনসাফ-এ মূল ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দার পুরোপুরি কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন।সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।