প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা নিশ্চিত করেছেন, তিনি এই গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাচ্ছেন। সম্প্রতি তাকে ইউরোপিয়ান সুপার কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর দোন্নারুম্মা এই সিদ্ধান্তের কথা জানান।
ইতালিয়ান গোলরক্ষক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি প্রথম দিন থেকেই মাঠ ও মাঠের বাইরে সবকিছু দিয়েছি পিএসজির হয়ে খেলতে। কিন্তু এখন আমাকে দলের বাইরে রাখা হয়েছে, যা আমাকে খুবই হতাশ করেছে।পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, এই কঠিন সিদ্ধান্তের দায়িত্ব আমি সম্পূর্ণভাবে নিচ্ছি। দোন্নারুম্মা বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হলেও আমার দলে এমন গোলকিপার দরকার যিনি বল নিয়ন্ত্রণে আরো দক্ষ।পিএসজি লিল থেকে ৪০ মিলিয়ন ইউরো মূল্যের লুকাস শেভালিয়েকে সই করায় দোন্নারুম্মার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ক্লাবের নতুন বেতন কাঠামো মেনে নিতে অস্বীকার করার কারণে তাদের সম্পর্কের দূরত্ব আরো বেড়েছে।গত সিজনে দোন্নারুম্মা পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছেন। লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনালের বিপক্ষে বড় ম্যাচে চমৎকার সব সেভ করেন এবং ক্লাবের প্রথম চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিততে সহায়তা করেন। দোন্নারুম্মা ফ্যানদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি আশা করি পার্ক দেস প্রিন্সেসে ফ্যানদের চোখের দিকে তাকিয়ে বিদায় বলার সুযোগ পাব, যেমনটা হওয়া উচিত। যদি সেটা না হয়, জানিয়ে রাখতে চাই যে আপনারা যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনো ভুলব না।আমি সবসময় সেই মুহূর্তগুলো এবং আপনাদের স্মৃতি হৃদয়ে ধারণ করব। এই ক্লাবের হয়ে খেলতে পারা এবং এই শহরে থাকতে পেরে আমি অনেক সম্মানিত। ধন্যবাদ, প্যারিস।’পিএসজি ছাড়ার ঘোষণায় চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেসন্টার সিটি ও ইন্টার মিলান তার এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানা গেছে।