ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবেলা’ করতে হবে।ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে বেসামরিক এলাকা, শহর ও নগরীতে পুতিনের ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।ট্রাম্প লিখেছেন, “তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞার’ মাধ্যমে ভিন্নভাবে মোকাবেলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছেন, তিনি ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত।এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগে শনিবার সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই ১৫ মিনিটের সাক্ষাৎকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছে এবং জেলেনস্কি পরে একে ‘অত্যন্ত প্রতীকী’ ও ‘ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনাময়’ বলে মন্তব্য করেন।উভয় নেতা এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর আর সাক্ষাৎ করেননি, যেখানে ট্রাম্প বলেছিলেন, জেলেনস্কি জিতছেন না এবং ‘আপনার হাতে তেমন কিছু নেই’। এই সপ্তাহেও ট্রাম্প একই বার্তা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইউক্রেনীয় নেতার হাতে ‘কোনো কার্ড নেই খেলার’।দুটি ছবিতে দেখা গেছে, ট্রাম্প নীল স্যুট পরে আছেন, আর জেলেনস্কি কালো শার্ট ও প্যান্টে, দুজনই একে অপরের বিপরীতে বসে গভীর মনোযোগের সঙ্গে আলোচনা করছেন এবং দুজনের মুখে গম্ভীর ভাব।