৩। মন হালকা করার অভ্যাস করুন
ঘুমানোর সময় অনেকের মাথায় চিন্তা ভিড় করে—কাজ, সংসার, ভবিষ্যতের দুশ্চিন্তা ইত্যাদি। এসব চিন্তা সরাতে চাইলে একটা উপায় হল লিখে ফেলা। ঘুমাতে যাওয়ার আগে আপনার চিন্তা বা পরের দিনের টু-ডু লিস্ট লিখে রাখুন। এতে মানসিক চাপ কিছুটা হলেও কমবে।
সারাদিনের ব্যস্ততার পর নিজেকে একটু সময় দেওয়া জরুরি। সুস্থ ঘুম মানেই সুস্থ মন ও শরীর। তাই নিজের ভালোর জন্য আজ থেকেই ঘুমের যত্ন নেওয়া শুরু করুন।