বেশ কয়েক দিন ধরেই পেটে ব্যথা। বিভিন্ন উপায় বা ঘরোয়া টোটকা ব্যবহার করেও মুক্তি পাচ্ছেন না। সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় পেটে ব্যথার আসল কারণ বোঝা যায় না।
তবে উপসর্গ জানা থাকলে পেট ব্যথার কারণ অনুমান করা যাবে। জেনে নিন, কিভাবে বুঝবেন—
অম্বল
তেল, মসলা, চর্বিজাতীয় খাবার খাওয়ার পরেই সাধারণত অম্বলের সমস্যা দেখা দেয়। পেট ও বুকের মাঝখানে জ্বালাভাব অম্বলের উপসর্গ। মাঝে মাঝেই এমন সমস্যা হলে চেপে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন।
পেটের ওপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরে, কিংবা মাঝে মাঝে ঢেকুর ওঠা, বুক জ্বালার মতো কিছু উপসর্গ দেখা দিলে আলসার নিয়ে সাবধান হন। এই লক্ষণগুলো পেটের আলসারের অন্যতম লক্ষণ। এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
গলব্লাডার
পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল-মসলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা বাড়ে, সঙ্গে বমিও।এই রোগের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়।
এ ক্যাটাগরির আরো নিউজ..