ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় এবার ধাক্কা লাগলো বলিউডেও। পাকিস্তানি তারকা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ সিনেমা বির্তকের মুখে পড়েছে। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে বলিউডে ফেরার সুযোগ পান এ অভিনেতা। আগামী ৯ মে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে পেহেলগাম হামলা সব সমীকরণ পাল্টে দিয়েছে।
এই হামলার জেরে ভারতের কয়েকটি ফিল্ম সংগঠন ফাওয়াদ খান অভিনীত এ সিনেমাটির মুক্তি ঠেকাতে তোড়জোড় শুরু করেছে। সিনেমাটি ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) আবারও পাকিস্তানি শিল্পীদের বয়কটের আহ্বান জানিয়েছে।এফডব্লিউআইসিই’র বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে ও সংহতির লক্ষ্যে আমরা ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে ভারতীয় বিনোদন শিল্পে পাকিস্তানি শিল্পী, গায়ক, ও কারিগরদের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।’বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ‘আবির গুলাল’ ছবিতে কাজ করছেন। পাহেলগামের ঘটনার পর আমরা আবারও জোর দিয়ে জানাচ্ছি, পাকিস্তানি কোনো শিল্পী বা প্রযুক্তিবিদ যেন ভারতীয় সিনেমায় বা বিশ্বের অন্য কোথাও ভারতীয় প্রজেক্টে অংশগ্রহণ করতে না পারেন।’এফডব্লিউআইসিই হুঁশিয়ারি দিয়েছে, তাদের যেকোনো সদস্য যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনটি জানিয়েছে, তারা ভারতে ‘আবির গুলাল’ সিনেমা মুক্তি রুখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।এফডব্লিউআইসিই’র প্রধান উপদেষ্টা আশোক পণ্ডিত নিজের ইনস্টাগ্রামে এই বিবৃতি শেয়ার করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে তিনি বলেন, ‘এই হামলা দেশবিরোধী কাজ, এটি কোনো নতুন ঘটনা নয়। আমরা বারবার বলেছি, পাকিস্তানিদের সঙ্গে যেন কেউ কাজ না করে।’তিনি সিনেমাটির নায়িকা বাণী কাপুরকে লক্ষ্য করে বলেন, ‘যদি তার পরিবারের কেউ এই হামলার শিকার হতেন, তবে তিনি এই সিনেমাতে কাজ করতেন না।’তবে পাহেলগাম হামলার আগেই ফাওয়াদ খানের এই সিনেমার বিরুদ্ধে ভারতের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরোধিতা শুরু হয়েছিল। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সিনেমাটি মহারাষ্ট্রে মুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। দলটির মুখপাত্র অমেয় খোপকর জানান, পাকিস্তানি অভিনেতা থাকা অবস্থায় তারা এই সিনেমা রাজ্যে চলতে দেবেন না।
ভারতের সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং ‘সীমান্তপারের সন্ত্রাসবাদে’ পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে পাকিস্তান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।এদিকে বুধবার রাতে ফাওয়াদ খান সামাজিক মাধ্যমে হামলার নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘পাহেলগামে হওয়া বর্বরোচিত হামলার খবর শুনে অত্যন্ত মর্মাহত। প্রার্থনা করছি নিহতদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবারের এই কঠিন সময়ে শক্তি ও সহনশীলতা কামনা করছি।’
‘আবির গুলাল’ সিনেমার নায়িকা বাণী কাপুরও ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামলার খবর শোনার পর থেকে আমি নির্বাক। সাধারণ মানুষদের ওপর এই ভয়াবহ হামলা মেনে নেওয়া যায় না। আমার হৃদয় ভেঙে গেছে। প্রার্থনা রইল সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য।’