প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮২ বছর বয়সি এই ডেমোক্র্যাট নেতার সম্প্রতি প্রস্রাবজনিত সমস্যা দেখা দেওয়ার পর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি মূত্রাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মতে, ক্যান্সার ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে, তবে এখনও চিকিৎসার সুযোগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ফুসফুস ক্যান্সারের পরেই প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়।
যেকোনও বয়সে এই ক্যান্সার হতে পারে, তবে ৫০ বছর পার করা পুরুষদের ঝুঁকি বেশি। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক লক্ষণে সতর্ক হওয়া জরুরি।চিকিৎসকদের মতে, প্রস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই এই ক্যান্সারের লক্ষণগুলি আগেভাগেই চিনে নেওয়া দরকার।চলুন, জেনে নিই।কোন কোন উপসর্গে সতর্ক হবেন?
ঘন ঘন প্রস্রাবের বেগ
প্রস্টেট ক্যান্সারের অন্যতম প্রাথমিক লক্ষণ হলো বার বার প্রস্রাবের বেগ হওয়া। কখনও বেগ থাকলেও ঠিকভাবে প্রস্রাব না হওয়া, প্রস্রাবের সময় জ্বালা বা অস্বস্তি, ঘন ঘন শৌচাগারে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
কোমরের নিচে বা পিঠে ব্যথা
কোমর, নিতম্ব, কুঁচকি বা উরুতে ব্যথা হলে তা উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়লে এমন ব্যথা হতে পারে।
প্রস্রাবে রক্ত
প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে তা প্রস্টেট বা মূত্রাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে। আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।
প্রস্রাবের সময় তীব্র যন্ত্রণা
প্রস্রাব করতে গিয়ে ব্যথা বা জ্বালাভাব থাকলেও সতর্ক হতে হবে। এই ধরনের উপসর্গকেও গুরুত্ব দিয়ে দেখা দরকার।
এ ক্যাটাগরির আরো নিউজ..