ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগে নিজেদের ম্যাচে বড় জয়ের মাধ্যমে ‘অল-ইংলিশ’ ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে এই মৌসুমে প্রিমিয়ার লিগের তলানিতে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার।
বর্তমানে ইপিএল-এর পয়েন্ট টেবিলে ইউনাইটেড ১৪ তম ও টটেনহ্যাম ১৬ তম স্থানে আছে। তবে ইউরোপা লিগে উভয় দলই আছে ফর্মের তুঙ্গে। সেমি ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে।অন্যদিকে, লন্ডনে নিজেদের মাঠে বোডো/গ্লিমট ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। খেলাধুলা নিয়ে পরিসংখ্যান করা প্রতিষ্ঠান অপটার তথ্য অনুসারে, ইউনাইটেডের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা এখন ৯৭ শতাংশ, আর টটেনহ্যামের ৯১ শতাংশ। আর দুই দলই ফাইনালে উঠবে এমন সম্ভাবনা ৮৮ শতাংশ।