সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, যুগের পর যুগ নিত্য নতুন ফেরাউন আসছে, এক জালেম যায় আরেক জালেম আসে, এক ফ্যাসিস্ট যায় আরেক ফ্যাসিস্ট আসে কিন্তু মজলুমের কান্না শেষ হচ্ছে না। আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন। ফেরাউনের ন্যায় বিচারের কথা উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, মুসা (আ.) ফেরাউনকে চ্যালেঞ্জ করে বলেছেন— আপনি নবী নন, আপনি মিথ্যাবাদী। এখন আপনি ড. ইউনূসকে বলেন দেখি আপনার কত সাহস আছে।এখন আমরা সবাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলছি, শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল, ফ্যাসিস্ট তো দূরের কথা তার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা কয়জনের ছিল? তিনি বলেন, ফেরাউন রামাসিসের সঙ্গে তুলনা করলে শেখ হাসিনা একটা পশমও (লোম) না। আমরা সেই শেখ হাসিনার ভয়ে কীভাবে থরথর করে কেঁপেছি। আর এখন ইউনূসের ভয়ে কিভাবে থরথর করে কাঁপছি। অথচ ফেরাউন রামাসিস তার রাজদরবারকে এতটা গণতান্ত্রিক করেছিলেন যে হযরত মুসা (আ.) এবং তার ভাই হযরত হারুন (আ.) সেখানে গিয়ে দিনের পর দিন তার সঙ্গে বিতর্ক করেছেন।তিনি আরো বলেন, এখন বাংলাদেশ-ভারত-পাকিস্তানে যা কিছু হচ্ছে, এই যে মব সন্ত্রাস, মামলা মোকদ্দমা, অন্যের সম্পত্তি হরণ এসবের সঙ্গে আপনি কোন জমানার তুলনা করবেন? মজলুমের কান্না শেষ হচ্ছে না। যুগের পর যুগ নিত্য নতুন ফেরাউন আসছে, এক জালেম যায় আরেক জালেম আসে, এক ফ্যাসিস্ট যায় আরেক ফ্যাসিস্ট আসে কিন্তু মজলুমের কান্না শেষ হচ্ছে না।
এ ক্যাটাগরির আরো নিউজ..