বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় কাপড় ও মুখে মাস্ক পরে মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সারা দেশে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে সোমবার রাত ৯টায় ধুনট শহরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।আইন মেনে চললে জনগণের সেবা ছাড়া ডিসিদের আর কোনো কাজ নেই
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টায় ধুনট মডেল মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়ে জিরোপয়েন্ট ঘুরে গোসাইবাড়ী সড়কের চারতলা এলাকায় পৌঁছেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।