এ সিনেমার শুটিং চলকালীন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ অনুভব করলে, জোর করেই আবার শুটিংয়ে যোগ দেন। এ তথ্য জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘এ জন্য হাসপাতালে বন্ড সই করতে হয়েছিল। বানতলাতে তখন জোরকদমে শুটিং চলছে। আমি গিয়েছি।শুটিং করেছি। আবার হাসপাতালে ফিরে, স্যালাইন নিয়েছি।’