রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটে। রুহুল আমিন উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া
গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন।ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন মাষ্টার ট্রেন আসছে মর্মে ঘণ্টা বাজালে তিনি পূর্বপ্রান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফার্মে পৌঁছার পূর্ব মুহূর্তে তিনি হঠাৎ করে লাইনের মধ্যে ঝাঁপ দেন। এরপর ঘটনাস্থলে তিনি দ্বিখণ্ড হয়ে মৃত্যুবরণ করেন।